শিরোনাম

ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে অধ্যক্ষসহ গ্রেপ্তার ৯

নিউজ ডেস্ক : রাজধানীর বি‌ভিন্ন এলাকায় অ‌ভিযান চা‌লি‌য়ে পাবলিক পরীক্ষার নকল প্রশ্নপত্র বি‌ক্রি ও এগু‌লোর বিজ্ঞাপন দেওয়ার অভি‌যো‌গে ৯ জন‌কে আটক ক‌রে‌ছে মহানগর গো‌য়েন্দা পু‌লিশ (ডি‌বি)। সোমবার রা‌তে তাদের আট‌ক করা হয়। আজ মঙ্গলবার সকালে ডিএমপির পক্ষ থেকে এ খবর জানানো হয়েছে।

জানা গেছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা বিজ্ঞাপন দিয়ে পাবলিক পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র বিক্রির সঙ্গে জড়িত। তাদের মধ্যে একজন অধ্যক্ষও রয়েছেন। ঢাকা মে‌ট্রোপ‌লিটন পু‌লি‌শের (ডিএম‌পি) উপ ক‌মিশনার (ডি‌সি, মি‌ডিয়া) মো মাসুদুর রহমান জানান, ডিএম‌পি মি‌ডিয়া সেন্টা‌রে আজ মঙ্গলবার দুপু‌রে এক সংবাদ স‌ম্মেল‌নে এ ব্যপা‌রে বিস্তা‌রিত জানা‌নো হ‌বে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "ভুয়া প্রশ্নপত্র বিক্রির অভিযোগে অধ্যক্ষসহ গ্রেপ্তার ৯"

Leave a comment

Your email address will not be published.


*