নিউজ ডেস্ক : গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের কদমতলী গ্রামে নির্বাচনী সহিংসতায় ৭ জন গুলিবিদ্ধ হয়েছে। এ ঘটনায় আরো ১৫ জন আহত হয়েছে। গুলিবিদ্ধদের মধ্যে রয়েছেন, রিপন মিয়া (৩৫), ইকবাল হোসেন (২৮), জামান মিয়া (২৫), রায়হান মিয়া (১৮) তানভীর (২৪) নিলয় (২৫) ও গোলাম হোসেন সিকদার (৫০)। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী আবুল খায়ের মো. আলী খোকন ও বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মোজাম্মেল হক চৌধুরী ওরফে খোকন চৌধুরীর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের বাধে। গজারিয়া থানার ওসি হেদায়েতুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। থানায় কোন পক্ষই মামলা এখনও করেনি। এখনও কেউ গ্রেফতার হয়নি।
মুন্সীগঞ্জে নির্বাচনী সহিংসতায় গুলিবৃদ্ধ ৭

Be the first to comment on "মুন্সীগঞ্জে নির্বাচনী সহিংসতায় গুলিবৃদ্ধ ৭"