নি্উজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি জামায়াত নেতা মীর কাসেম আলীকে মৃত্যু পরোয়ানার কপি পড়ে শোনানো হয়েছে। মঙ্গলবার সকালে তাকে মৃত্যু পরোয়ানার কপি পড়ে শোনান কারা কর্তৃপক্ষ।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ জেলসুপার প্রশান্ত কুমার বনিক জানান, সকাল ৭টার দিকে মীর কাসেম আলীকে মৃত্যু পরোয়ানার কপি পড়ে শোনানো হয়। এর আগে সোমবার দিবাগত রাত একটার দিকে তার মৃত্যুর পরোয়ানার কপি এ কারাগারে পৌঁছে।
তিনি জানান, রায় পড়ে শোনানোর সময় মীর কাসেম আলী স্বাভাবিক ছিলেন। এ রায়ের বিরুদ্ধে তিনি রিভিউ আবেদন করবেন বলে তার আইনজীবীরা জানিয়েছেন। রিভিউ করার আগে আইনজীবীরা কারাগারে মীর কাসেম আলীর সঙ্গে দেখা করবেন।
মীর কাসেম আলী এ কারাগারের ফাঁসির কনডেম সেলে বন্দি রয়েছেন। এর আগে গ্রেফতারের পর ২০১২ সাল থেকে তিনি এ কারাগারে রয়েছেন। ২০১৪ সালের আগে তিনি হাজতবাসকালে ডিভিশনপ্রাপ্ত বন্দির মর্যাদায় ছিলেন। পরে দণ্ডপ্রাপ্তির পর তাকে ফাঁসির সেলে পাঠানো হয়।
Be the first to comment on "মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়েছে মীর কাসেমকে"