শিরোনাম

রংপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬১

নিউজ ডেস্ক : পুলিশের বিশেষ অভিযানে  রংপুরের ৮ উপজেলার বিভিন্ন স্থান থেকে ৬১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার  থেকে আজ রবিবার  সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। বিভিন্ন মামলায় চার্জশিটভুক্ত থাকায় তাদেকে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ। এ নিয়ে গত চারদিনে গ্রেফতার হলো ৫ জামায়াত কর্মী সহ ২৫৩ ।

পুলিশ জানায়,আটককৃতরা আদালত কর্তৃক ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট দেওয়া হয়েছে। আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক থাকার কারণে তাদেরকে গ্রেফতার করা সম্ভব হয়নি।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা, চুরি-ডাকাতি ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা চলছে।

রংপুর সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) বি-সার্কেল মো.সাইফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃতদের  আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

basic-bank

Be the first to comment on "রংপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ৬১"

Leave a comment

Your email address will not be published.


*