নিউজ ডেস্ক: রাজবাড়ীতে ট্রাকের চাপায় একটি রিকশা ভ্যানের চালক ও এক আরোহীর মৃত্যু হয়েছে।
সোমবার ভোর ৬টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া সড়কের বাগমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার এসআই বদিউর রহমান জানান।
নিহতরা হলেন- ভ্যান চালক সামাদ ব্যাপারী (৪৫) ও আব্দুর রহিম (৬৫)। তাদের দুজনেরই বাড়ি রাজবাড়ী সদরের বাগমারায়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এসআই বদিউর জানান, ভ্যানটি বাগমারা থেকে রাজবাড়ী শহরের দিকে যাচ্ছিল।পথে রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী নারিকেলবাহী ওই ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সামাদ ও রহিমের মৃত্যু হয়।
পুলিশ পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠায়।
দুর্ঘটনার পর দায়ী ট্রাকটি পুলিশ জব্দ করলেও চালক আগেই পালিয়ে গেছে বলে জানান বদিউর।

Be the first to comment on "রিকশা ভ্যানে ট্রাকের চাপা, নিহত ২"