নিউজ ডেস্ক ॥ রিজেন্ট গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ পারভেজকে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (১৪ জুলাই) বিকালে গাজীপুরের কাপাসিয়া থেকে তাকে গ্রেফতার করা হয় বলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক আশিক বিল্লাহ জানিয়েছেন। সরকারের সঙ্গে চুক্তির শর্ত ভঙ্গ করে টাকার বিনিময়ে করোনাভাইরাস শনাক্তের নমুনা সংগ্রহ এবং ভুয়া সনদ দেয়ার অভিযোগে গত ৬ জুলাই রিজেন্ট হাসপাতালে র্যাব অভিযান চালায়। পরের দিন উত্তরা পশ্চিম থানায় র্যাব বাদী হয়ে হাসপাতালের চেয়ারম্যান মো. শাহেদকে এক নম্বর আসামি করে মামলা দায়ে করে।
Be the first to comment on "রিজেন্ট গ্রুপের এমডি গ্রেফতার"