শিরোনাম

র‌্যাংকিংয়ে আবারো শীর্ষে সাকিব

নিউজ ডেস্ক: আবারো ওয়ানডেতে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষ স্থান ফিরে পেলেন সাকিব আল হাসান। বৃহস্পতিবার আইসিসি তাদের ওয়েবসাইটে সব বিভাগের নতুন র‌্যাংকিং প্রকাশ করে। যেখানে ৪১৬ রেটিং পয়েন্ট নিয়ে আবারো বিশ্ব সেরা অলরাউন্ডার হলেন সাকিব আল হাসান।

ওয়ানডের পাশাপাশি টি-টোয়েন্টিতেও শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। কিন্তু রবিচন্দ্রন অশ্বিনের টেস্টে শীর্ষ অলরাউন্ডারের স্থান ধরে রাখার কারণে সেখানে দুই নম্বরে থেকেই সন্তুষ্ট থাকতে হচ্ছে সাকিবকে। তবে ওয়ানডে বোলিংয়ে বেশ উন্নতি করে তালিকার দুই নম্বরে উঠে এসেছেন এই বাঁহাতি স্পিনার।

তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ। যদিও  বোলিং অ্যাকশনে সমস্যার কারণে আইসিসি তাকে ১২ মাসের জন্য বল করা উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। ৩৮৯ রেটিং পয়েন্ট নিয়ে হাফিজের ঠিক পরেই অবস্থান করছেন শ্রীলঙ্কান তিলকারত্নে দিলশান। আরেক শ্রীলঙ্কান অ্যাঞ্জেলো ম্যাথুজ ৩৩৫ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছেন চতুর্থ স্থানে। অস্ট্রেলিয়ান জেমস ফকনার রয়েছেন তালিকার পঞ্চম স্থানে।

basic-bank

Be the first to comment on "র‌্যাংকিংয়ে আবারো শীর্ষে সাকিব"

Leave a comment

Your email address will not be published.


*