সালাহউদ্দিন রাজন, নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় ছুরিকাঘাতে নিহত এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, লোহাগড়া পৌর এলাকার লক্ষীপাশা গ্রামের সাবেক পৌর মেয়র আশরাফুল আলমের বাড়ির অদুরে পাকা রাস্তার ওপর সোমবার (১৩ মে) রাত পৌনে ৯ টার দিকে স্থানীয়রা পিঠে ছুরিকাঘাতে নিহত অবস্থায় ১৪ বছরের একজন কিশোরের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি ও আলামত জব্দ করে লাশ থানা হেফাজতে নেয়। নিহত কিশোর উপজেলার লোহাগড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের আহম্মদ মুন্সির ছেলে ফয়সাল মুন্সি। তার পরিবারের লোকজন জানান, নিহত ফয়সাল ব্যাটারী চালিত ভ্যান গাড়ি চালাতেন। লাশের পাশে ফয়সালের মোবাইল ফোনটি পাওয়া গেলেও ভ্যান গাড়িটি পাওয়া যায় নাই।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মো: দোলন মিয়া (সদর সার্কেল) এবং ক্রাইম এন্ড অপস তারেক আল মেহেদী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ বিষয়ে লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় মোবাইল ফোন রিসিভ না করায় তদন্তকারী কর্মকর্তা এস আই মামুনুর রহমান বলেন, লাশ উদ্ধার করা হয়েছে, তথ্য প্রযুক্তির সহায়তায় হত্যার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।
উল্লেখ্য: গত ১০ মে দিবাগত রাতে উপজেলার মল্লিকপুর ইউনিয়নের দু’বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যানকে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে। ১১ মে দিবাগত রাতে একই ইউনয়নের মঙ্গলহাটা গ্রামের আইন মন্ত্রনালয়ের যুগ্ন সচিব হুমায়ুন কবিরের মাতা রিজিয়া বেগমকে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা।
Be the first to comment on "লোহাগড়ায় ৪৮ ঘন্টায় ৩ খুন, ১৪ বছরের কিশোরকে চাকু মেরে হত্যা"