নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (৫ মার্চ) সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে লোহাগড়া উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরে র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদের ক্যাম্পাসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্র, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী রাণী মজুমদার, উপজেলা মৎস্য অফিসার মোঃ দ্বীন ইসলাম, জাইকা প্রতিনিধি মোঃ সামিউল হক, ফারজানা ইয়াসমিন, মোর্শেদা ইয়াসমিন, মোঃ ফয়সাল প্রমুখ। সমাবেশে ”নারীর ক্ষমতায়নে বঙ্গবন্ধুর অবদান” শীর্ষক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
Be the first to comment on "লোহাগড়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত"