শিরোনাম

লোহাগড়ায় আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

লোহাগড়ায় আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়া উপজেলা আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন রোববার (২৭অক্টোবর) বিকালে সম্পন্ন হয়েছে। এতে প্রধান দু’টি পদের জন্য প্রার্থী ছিলেন পাঁচজন করে। সম্মেলন শেষে কেন্দ্রীয় নেতৃবৃন্দ যাচাই-বাছাই করে মুন্সি আলাউদ্দিন ‘সভাপতি’ ও সৈয়দ মশিয়ুর রহমানকে ‘সাধারন সম্পাদক’ ঘোষনা করেন কেন্দ্রীয় আ’লীগের যুগ্ন-সাধারন সম্পাদক আব্দুর রহমান ।

লোহাগড়া সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মুন্সী আলাউদ্দিনের সভাপতিত্বে এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আ’লীগের যুগ্ন-সাধারন সম্পাদক আব্দুর রহমান, বিশেষ অতিথি কার্য্যনির্বাহী সদস্য এসএম কামাল হোসেন, মো: আমিরুল ইসলাম মিলন, পারভীন জামান কল্পনা, নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মোর্ত্তজা ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য কবিরুল হক মুক্তি, অন্যদের মধ্যে নড়াইল জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডভোকেট সৈয়দ আইয়ুব আলী ও লোহাগড়া উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু। সম্মেলনের উদ্বোধন করেন জেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস। প্রধান বক্তা হিসেবে ছিলেন জেলা আ’লীগের সাধারন সম্পাদক ও নড়াইল সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু।

সম্মেলন শেষে জেলা, উপজেলা ও কেন্দ্রীয় নেতারা লোহাগড়া ডাক বাংলায় দ্বিতীয় অধিবেশনে বসেন। সেখান থেকে লোহাগড়া উপজেলা আ’লীগের নতুন কমিটির শীর্ষ দু’টি পদের প্রধানদের নাম ঘোষনা করেন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন"

Leave a comment

Your email address will not be published.


*