নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়ায় একাধিক হত্যা মামলার পলাতক আসামী সোহাগ মোল্যাকে মঙ্গলবার সন্ধ্যায় নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ গ্রেফতার করেছে। সে উপজেলার নলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখির ছেলে।
ডিবি পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এএসআই আনিসের নেতৃত্বে সংগীয় এএসআই নাহিদ, এএসআই আলমগীর, কনস্টেবল মফিজুর, মোহন কুন্ডু, আবু সুফিয়ান ও সরোয়ার মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নলদী ইউনিয়নের নকখালী গ্রামে অভিযান চালিয়ে নলদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ পাখি’র ছেলে সোহাগ মোল্যা (৪০) কে গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত সোহাগ মোল্যার নামে লোহাগড়া থানায় একাধিক হত্যা মামলার গ্রেফতারী পরোয়ানা রয়েছে। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। পরে গ্রেফতারকৃত আসামীকে লোহাগড়া থানায় হস্তান্তর করা হয়েছে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আমানুল্লাহ আল বারী বিষয়টি নিশ্চিত করেছেন।
Be the first to comment on "লোহাগড়ায় ইউপি চেয়ারম্যানের ছেলে গ্রেফতার"