শিরোনাম

লোহাগড়ায় ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে আ’লীগের ১২,বিদ্রোহী ৪৩

লোহাগড়ায় ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে আ’লীগের ১২,বিদ্রোহী ৪৩

নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আ’লীগের ১২ জন, বিদ্রোহী ৪৩ জনসহ ৬৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানা গেছে, আগামী ২৬ ডিসেম্বর উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ১২টি ইউনিয়নে চেয়াম্যান পদে আওয়ামী লীগ দলীয় সমর্থীত ১২ জন এবং বিদ্রোহী ৪৩ জন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ৯ জন, জাতীয় পার্টির ২ জন এবং জাতীয়তাবাদী গনতান্ত্রিক আন্দোলন (এনডিএম) ১জনসহ ৬৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে নলদী ইউনিয়নে ৬ জন, লাহুড়িয়ায় ৩ জন, শালনগরে ৫ জন, নোয়াগ্রামে ৫ জন, জয়পুর ৪ জন, লোহাগড়ায় ৪ জন, মল্লিকপুরে ৮ জন, কোটাকোলে ৮ জন, ইতনায় ৭ জন ,দিঘলিয়ায় ৮ জন, লক্ষীপাশায় ৫ জন, কাশিপুরে ৪ জন প্রার্থী এবং সাধারন সদস্য পদে ৪৩০ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় ইউপি নির্বাচন, চেয়ারম্যান পদে আ’লীগের ১২,বিদ্রোহী ৪৩"

Leave a comment

Your email address will not be published.


*