শিরোনাম

লোহাগড়ায় উপসর্গ ছাড়া স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত

করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু

রাশেদ জামান, লোহাগড়া (নড়াইল) পৌর প্রতিনিধি ॥ নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরেক স্বাস্থ্যকর্মীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শরীফ সাহাবুর রহমান শনিবার দুপুরে ওই স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হওয়ার কথা নিশ্চিত করেন। এ নিয়ে এ হাসপাতালের ছয়জনের করোনা শনাক্ত হলো।
শরীফ সাহাবুর রহমান জানান, গত ২২ এপ্রিল ওই হাসপাতালের কিছু চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে তার করোনা শনাক্ত হয়। তিনি বহির্বিভাগের রোগীদের ওষুধ সরবরাহ করতেন। তিনি বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। আগে শনাক্ত হওয়া পাঁচজন হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন।
উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, নড়াইলে করোনাভাইরাস শনাক্ত হওয়া সাতজনই লোহাগড়া উপজেলার। এর ছয়জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী। একজন লোহাগড়া পৌর এলাাকার পারছাতরা গ্রামের বাসিন্দা। তিনি নরায়ণগঞ্জে একটি কোম্পানিতে চাকরি করতেন। সেখান থেকে বাড়িতে এসে করোনা শনাক্ত হন। আক্রান্তদের কোনো উপসর্গ ছিল না।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় উপসর্গ ছাড়া স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত"

Leave a comment

Your email address will not be published.


*