রাশেদুল ইসলাম, স্টাফ রিপোর্টার : নড়াইলের লোহাগড়ায় অভিযান চালিয়ে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি রমজান মোল্যাকে আটক করেছে পুলিশ।
পুলিশ সুত্রে জানা যায়, রমজান মোল্যা (৩৮) উপজেলার লোহাগড়া ইউনয়নের কামঠানা গ্রামের নতুন পাড়ার মৃত উলফাত মোল্যার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে লোহাগড়া মাদক ব্যবসায়ীর একটি সিন্ডিকেট নিয়ন্ত্রন করে আসছিল। বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নড়াইলের পুলিশ সুপার মোসা: সাদিরা খাতুন এর নির্দেশনায় শুক্রবার (১৮ নভেম্বর) রাত সোয়া ১০ টার দিকে লোহাগড়া থানার এস আই সুজিত সরকারের নেতৃত্বে সংঘীয় ফোর্স নিয়ে রমজানের বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ির উঠানে মাদক বিকিকিনির সময় হাতে-নাতে ৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ রমজানকে আটক করেন। আটক রমজান এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি, তার বিরুদ্ধে লোহাগড়া থানাসহ বিভিন্ন থানায় অন্তত এক ডজন মাদক মামলা রয়েছে বলে।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ মো: নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক রমজান মোল্যার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে।
লোহাগড়ায় চিহ্নিত মাদক কারবারি রমজান আটক

Be the first to comment on "লোহাগড়ায় চিহ্নিত মাদক কারবারি রমজান আটক"