শিরোনাম

লোহাগড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

লোহাগড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

নিউজ ডেস্ক : লোহাগড়ায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন। রোববার (৭ নভেম্বর) বিকাল ৫টায় এ উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপিসহ সকল অঙ্গসংগঠনের উদ্যোগে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯৭৫ সালের এ দিনে ক্যান্টনমেন্টের বন্দীদশা থেকে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে মুক্ত করে দেশ পরিচালনার দায়িত্ব নেয় সিপাহী-জনতা। লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী সুলতানুজ্জামান সেলিমের সভাপতিত্বে¡ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,জেলা বিএনপির যুগ্ন সাধারন সম্পাদক রবিউল ইসলাম পলাশ,সদস্য রবিউল ইসলাম রবি,কাশিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক মিরাজুল ইসলাম, লোহাগড়া উপজেলা বিএনপির সদস্য রেজাউল করিম মিন্টু, মল্লিকপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক এস এ সাইফুল্লাহ মামুন, প্রমুখ। অপর দিকে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবকদল অনুরুপ কর্মসূচি পালন করেন।
এ সময় বক্তারা বলেন, ‘আজকের এই দিনে ক্যান্টনমেন্ট থেকে জিয়াউর রহমানকে মুক্ত করা হয়। পাল্টে যায় দেশের পটভূমি এবং এ পরিবর্তনে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রভাবমুক্ত হয়ে শক্তিশালী এক জাতিসত্ত্বা লাভ করে বাংলাদেশ।’

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত"

Leave a comment

Your email address will not be published.


*