নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়ায় মোর্শেদা সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে রোগির ভুল চিকিৎসা দেওয়ায় ডাক্তার-ক্লিনিক মালিকসহ ৬জনের নামে সোমবার (১৯এপ্রিল) রাতে মামলা করেছেন রোগির ভাই।
এজাহার সুত্রে জানা গেছে, উপজেলার ইতনা ইউনিয়নের পাংখারচর গ্রামের আরকান @ ওলিয়ার মোল্যার স্ত্রী আকলিমা বেগম খুশি (৪৫) কে জরায়ু টিউমার অপারেশনের জন্য গত ১লা এপ্রিল বিকালে মোর্শেদা সার্জিক্যাল ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে ভর্তি করে। অপারেশন ব্যবদ ক্লিনিক মালিক জাকির হোসেন রোগীর স্বজনদের সাথে জন্য ১৬ হাজার ৫’শ টাকা চুক্তি করে। ২এপ্রিল সকাল ১০ টায় ডাক্তার তাজরুল ইসলাম তাজ রোগীর অপারেশন করেন। পরে সন্ধ্যায় ফের অপারেশন করা হয়। অপারেশনের পর ক্লিনিক মালিক জাকির জানায় রোগীর শরীরে বি-পজেটিভ রক্তের প্রয়োজন। রোগীর সজনরা বি-পজেটিভ রক্ত সংগ্রহ করলে সে রক্ত রোগীর শরীরে দেওয়া হয়।
রোগীর ভাই শেখ সোহেল অভিযোগ করে বলেন, “আমার বোনের শরীরে ২ বার অপারেশন করা হয়েছে এবং ও-পজেটিভ রক্তের পরিবর্তে ক্লিনিক মালিক ভুল করে বি-পজেটিভ রক্ত পুষ করার কারণে আমার বোনের শারীরিক অবস্থার অবনতি হয়ে পড়লে খুলনা সিটি মেডিকেলে ভর্তি করি। অবশেষে প্রতিকার চেয়ে মালিক জাকির হোসেন ও ডাক্তারসহ ৬ জনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেছি। মামলা নং ২৯। তাং-১৯/০৪/২১ ইং।
অভিযুক্ত ক্লিনিক মালিক জাকির হোসেন বলেন, ক্রস ম্যাচিং এর পর বি-পজেটিভ রক্ত দেয়া হয়েছে। আমার তত্ত্বাবধায়নে রোগীর চিকিৎসা হয়েছে। তবে রোগীর অবস্থা ভাল। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আশিকুর রহমান বলেন, এ ঘটনায় রোগীর ভাই সোহেল রানা ৬ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন। আসামিদের আটকের চেষ্টা চলছে।
Be the first to comment on "লোহাগড়ায় ডাক্তার-ক্লিনিক মালিকসহ ৬ জনের নামে মামলা"