শিরোনাম

লোহাগড়ায় নবগঙ্গা নদীর পাড়ের ৩৬ অবৈধ স্থাপনা উচ্ছেদ

লোহাগড়ায় নবগঙ্গা নদীর পাড়ের ৩৬ অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিউজ ডেস্ক॥ নড়াইল পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধান ও জেলা প্রশাসনের উদ্যোগে লোহাগড়ায় সোমবার (২৩ ডিসেম্বর) দিন ব্যাপি নবগঙ্গা নদীর পাড়ের প্রায় অর্ধ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
জানা গেছে, লোহাগড়া পৌর শহরের জয়পুর জামরুলতলা এলাকায় পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখল করে দীর্ঘদিন ধরে কিছ ুদুস্থ, অসহায় ও ভূমিহীন লোকজন দোকানঘর ও বসতবাড়ি তৈরি করে বসবাস এবং ব্যবসা করে আসছিলো। গত সপ্তাহে নড়াইল পানি উন্নয়ন বোর্ড ৫২টি দোকানঘর ও বাড়ীর মালিকদের স্থাপনা সরিয়ে নেওয়ার নোটিশ প্রদান করে এলাকায় মাইকিং করেন। পানি উন্নয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক সোমবার সকালে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আশিক খানের নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে স্থাপনা ভেকু মেশিন দিয়ে ভেঙ্গে গুড়িয়ে মাটির সাথে মিশিয়ে দেয়।
এ ব্যাপারে নড়াইল পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহ নেওয়াজ জানান, পানি উন্নয়ন বোর্ডের জায়গা দখলকারী ৩৬ জনের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। বাকীদের ব্যাপারে আদালতের নিষেধাজ্ঞা থাকায় উচ্ছেদ করা সম্ভব হয়নি।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় নবগঙ্গা নদীর পাড়ের ৩৬ অবৈধ স্থাপনা উচ্ছেদ"

Leave a comment

Your email address will not be published.


*