রোমান রায়হান, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম শীর্ষক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জেলা তথ্য অফিস কর্তৃক আয়োজিত কর্মশালায় জেলা তথ্য অফিসার মোঃ মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সেলিম রেজা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ওয়ালিউর রহমান। কর্মশালায় মা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা, নিরাপদ মাতৃত্ব, যৌতুক ও বাল্যবিয়ে প্রতিরোধ, স্যানিটেশন, পরিবেশ ও জন্ম নিবন্ধন, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধের ওপর আলোচনা করা হয়। কর্মশালায় অংশগ্রহন করেন শিক্ষক, জনপ্রতিনিধি, এনজিও কর্মী, নিকাহ রেজিস্ট্রার, ইমাম, ইউপি সচিব আরব আলী, সাংবাদিক এস এম আলমগীর কবির প্রমুখ।
Be the first to comment on "লোহাগড়ায় নারী ও শিশু উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত"