রোমান রায়হান, লোহাগড়া (নড়াইল): নড়াইলের লোহাগড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৭তম জন্ম বার্ষিকী পালন উপলক্ষে উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে এক আলোচনা সভা ও শ্রমিকলীগের শাখা অফিস উদ্ধোধন করা হয়েছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকাল ৫টায় পৌরসভার ৮নং ওয়ার্ড কার্যালয়ের সামনে উপজেলা শ্রমিকলীগের সভাপতি ও কাউন্সিলর মোঃ মোজাম খানের সভাপতিত্বে উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ও আ’লীগের নড়াইল জেলা সভাপতি এ্যাডঃ সুবাস বোস, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইল জেলা আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন খান নিলু।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সভাপতি শিকদার আব্দুর হান্নান রুনু, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম, সাধারন সম্পাদক শিকদার নজরুল ইসলাম, পৌর আ’লীগের সভাপতি কাজী বনি আমিন, আ’লীগ নেতা আজাদ শিকাদার, মনজুরুল করিম মুন, কাশিপুর ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমান, নোয়াগ্রাম ইউপি চেয়ারম্যান সৈয়দ ফয়জুল হক রোম, ছাত্রলীগ নেতা রোমান রায়হান, সভাপতি মুন্সি জোসেফ হোসেন, প্রমুখ। পরে নেতৃবৃন্দ ফিতা কেটে রামপুরস্থ শ্রমিকলীগের শাখা অফিস উদ্ধোধন করেন।
Be the first to comment on "লোহাগড়ায় বঙ্গবন্ধুর ৯৭তম জন্ম বার্ষিকী পালন"