শিরোনাম

লোহাগড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাই

লোহাগড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাই

রাশেদ জামান, লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি নড়াইলের লোহাগড়ায় ডিস লাইনের ক্যাশিয়ারের ওপর দুর্বৃত্তরা হামলা চালিয়ে ৫০হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ সময় তাতের হামলায় ক্যাশিয়ার মেহেদী হাসান (২৩) গুরুতর আহত হয়। মুমূর্ষ অবস্থায় এলাকাবাসি তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে। গত বৃহস্পতিবার বিকালে এ হামলার ঘটনা ঘটেছে।
এলাকাবাসি ও এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার কাশিপুর ইউনিয়নের গিলাতলা গ্রামের রিয়াজুল ইসলামের ছেলে মেহেদী হাসান স্থানীয় ডিস লাইনের ক্যাশিয়ার হিসেবে কর্মরত রয়েছে। ঘটনার দিন গত বৃহস্পতিবার (৪জুন) বিকালে মেহেদী মোটরসাইকেল যোগে পার্শ্ববর্তী কামালপ্রতাপ ও ঝিকড়া এলাকার গ্রাহকদের কাছ থেকে আদায়কৃত ৫০ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরার পথে ভাটগাতি গ্রামের তে-মাথা নামক স্থানে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্ত গিলাতলা গ্রামের মৃত লতিফ কাজীর ছেলে গোলাম কাজী, ভাটগাতি গ্রামের জয়নাল মল্লিকের ছেলে মাহাবুর মল্লিক, হবিবর মল্লিকের ছেলে আশিক মল্লিক ও ছিলার মল্লিকের ছেলে ওবায়দুর মল্লিক মেহেদীর ওপর চড়াও হয়ে রাম দা দিয়ে কুপিয়ে গুরতর আহত করে ৫০হাজার টাকা ছিনিয়ে নেয়। মুমূর্ষ অবস্থায় এলাকাবাসি তাকে উদ্ধার করে লোহাগড়া হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আহতের পিতা রিয়াজুল ইসলাম বাদী হয়ে ৫জনকে আসামী করে শুক্রবার বিকালে লোহাগড়া থানায় মামলা করেন। তবে এঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারে নাই।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে ৫০ হাজার টাকা ছিনতাই"

Leave a comment

Your email address will not be published.


*