নিউজ ডেস্ক : নড়াইলের লোহাগড়া পৌরসভার নব-নির্বাচিত মেয়র সৈয়দ মসিয়ুর রহমানকে সংবর্ধনা দেয়া হয়েছে। বুধবার (১৯জানুয়ারী) বিকাল ৪টায় লোহাগড়া বাজার বণিক সমিতির পরিচালনা পর্ষদের পক্ষ থেকে বণিক সমিতির কার্যালয়ে এ সংবর্ধনা দেয়া হয়। সমিতির সভাপতি ইবাদত শিকদারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক নজরুল ইসলামের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, উপজেলা আ’লীগের সহ সভাপতি ফয়জুল হক রোম, পৌর আ’লীগের সাধারন সম্পাদক জাকির হোসেন, কাউন্সিলর আনিচুর রহমান। এ সময় বাজারের বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা তুলে ধরে বক্তব্য রাখেন ব্যাবসায়ী অচিন কুমার মজুমদার, মহশীন মোল্যা, বাবলুর রহমান, ছদরুল হাসান সোহাগ,আল ইমরান, ফরিদুজ্জামান, বাজার বণিক সমিতির যুগ্ন সাধারন সম্পাদক বুলবুল মোল্যা ও সাংবাদিক মারুফ সামদানী প্রমুখ। পরে ‘লোহাগড়া বাজার উন্নয়ন ভাবনা’ নিয়ে উপস্থিত ব্যাবসায়ীদের সাথে উন্মুক্ত আলোচনা করা হয়। আলোচনায় বাজার উন্নয়নের জন্য বিভিন্ন মতামত মেয়রের নিকট উপস্থাপন করেন। মেয়র সৈয়দ মসিয়ুর রহমান লোহাগড়া বাজারকে নতুন আঙ্গিকে সাজিয়ে একটি মডেল বাজারে পরিণত করবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন।
লোহাগড়ায় মেয়রকে ব্যাবসায়ীদের সংবর্ধনা

Be the first to comment on "লোহাগড়ায় মেয়রকে ব্যাবসায়ীদের সংবর্ধনা"