শিরোনাম

লোহাগড়ায় সংরক্ষিত আসনের প্রার্থীকে মারপিটের অভিযোগ

লোহাগড়ায় সংরক্ষিত আসনের প্রার্থীকে মারপিটের অভিযোগ

নিউজ ডেস্ক ॥ পারভীনা বেগম নামে সংরক্ষিত আসনের এক নারী মেম্বর প্রার্থী হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাকে রোববার রাতে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, নড়াইলের লোহাগড়া উপজেলার কাশিপুর ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনের নারী প্রার্থী পারভীনা বেগম রোববার (১২ ডিসেম্বর) সন্ধা সাড়ে ছয়টার দিকে ভোট চাইতে বাড়ি থেকে বের হওয়ার প্রস্তুতি নেয়। এমন সময় প্রতিদ্বদ্ধি¦ প্রার্থী নাজমা বেগম, বসুপটি গ্রামের রফিক শেখের ছেলে রেজা শেখ ও একই গ্রামের রিজাউল করিমের ছেলে শরীফুল ইসলাম পারভীনার ওপর চড়াও হয়ে হাতুড়িপেটা করে। শাশুড়ি ডালিয়া বেগম ঠেকাতে গেলে তাকেও উপর্যপরি হাতুড়িপেটা করে আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হাসপাতালে চিকিৎসাধীন পারভীনা বেগম বলেন,‘প্রতিদ্বদ্ধি¦ নাজমা বেগম ও তার সাঙ্গপাঙ্গরা তাকে নির্বাচন থেকে সরে দাড়াতে বিভিন্নভাবে ভয়ভীতি দিয়ে আসছে এবং আজ আমাকে হত্যার চেষ্টাসহ মারপিট করে।’
জরুরি বিভাগের ডাক্তার কৃষ্ণ বিশ্বাস বলেন, হামলায় আঘাতপ্রাপ্ত হিসেবেই পারভীনা ও ডালিয়া বেগম হাসপাতালে ভর্তি হন। তাদের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। পারভীনা শংকামুক্ত হলেও ডালিয়ার মাথায় গুরুত্বর আঘাত রয়েছে। রোগী পর্যবেক্ষণে রয়েছে, ২৪ ঘন্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত তিনি শংকামুক্ত নয়।
লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হেনা মিলন মারপিটের বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়ায় সংরক্ষিত আসনের প্রার্থীকে মারপিটের অভিযোগ"

Leave a comment

Your email address will not be published.


*