নিউজ ডেস্ক॥ নড়াইলের লোহাগড়ায় যৌতুকের দাবীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ অভিযুক্ত স্বামী বিজ্ঞান মোল্যা ওরফে রাসেলকে আটক করেছে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নড়াইল সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে ।
অভিযোগের ভিক্তিতে জানা গেছে, লোহাগড়া পৌরসভার লক্ষীপাশা গ্রামের ঝিলু মোল্যার ছেলে বিজ্ঞান মোল্যা ওরফে রাসেল (৪৮)এর সাথে উপজেলার মাইগ্রামের কবির হোসেন মোল্যার মেয়ে মেরিনা বেগম (৩৮)র প্রায় ২০ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে হৃদয় ও তামান্না নামে দুটি সন্তান রয়েছে। বিয়ের পর থেকে যৌতুকের দাবীতে রাসেল তার স্ত্রী মেরিনাকে প্রায় মারধর করতো।সর্বশেষ গত ৯ ফেব্রুয়ারী রাসেল সংসারের প্রয়োজনে মেরিনাকে ভাইদের কাছ থেকে আরো ৫০ হাজার টাকা আনার কথা বলে। মেরিনা টাকা আনতে অপারগতা প্রকাশ করায় স্বামী রাসেল গত রবিবার রাতে স্ত্রীকে গালমন্দ করে লাঠি দিয়ে বেধড়ক মারপিট করে। পরে রাসেলসহ তার ভাই রিন্টু শেখ ও মা মুকুল বেগম পরস্পর যোগসাজসে রাতেই মেরিনাকে শ্বাসরোধ করে হত্যা করে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামী বিজ্ঞান মোল্যা ওরফে রাসেলকে জিঞ্জাসাবাদের জন্য আটক করেছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ প্রবীর কুমার বিশ্বাস জানান,অভিযোগ পেয়েছি। ময়না তদন্ত রির্পোট পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
লোহাগড়ায় স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী আটক

Be the first to comment on "লোহাগড়ায় স্ত্রীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামী আটক"