নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়া লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ুর রহমান নৌকা প্রতিক নিয়ে ৯ হাজার ৫৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আশরাফুল আলম জগ প্রতিক পেয়েছেন ৬ হাজার ৬৬৭ ভোট, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির মনোনীত মো: মঈনুল হাসান কাজল (হাতুড়ী-কাস্তে) প্রতিক নিয়ে ১’শ ৯৩ ভোট পেয়েছেন। নির্বাচনে ভোট পড়েছে ৬৯ দশমিক ৩৪ শতাংশ। নির্বাচনে ৯ জন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে দুই প্লাটুন বিজিবি, দুই প্লাটুন র্যাবসহ বিপুল সংখ্যক পুলিশ ও আনসার সদস্য দায়িত্ব পালন করেন। নড়াইল জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার ওয়ালিউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২অক্টোবর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১১টি ভোট কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এর মাধ্যমে বিরতিহীন ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ২৩ হাজার ৭৩৭ জন। কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে বিশ্বনাথ দাস ১৭১৩, ২নং ওয়ার্ডে উজ্জল হাসান ৫৯৯, ৩নং ওয়ার্ডে আনিসুর রহমান ৫৫০, ৪নং ওয়ার্ডে মিলু শরীফ ৬৯১, ৫নং ওয়ার্ডে পলাশ শেখ ৫৫৬, ৬নং ওয়ার্ডে গিয়াসউদ্দিন ভূইয়া ৯০৮, ৭নং ওয়ার্ডে শাহজাহান সিরাজ বিদ্যুত ৪৭০, ৮নং ওয়ার্ডে ফারুক শেখ ৭৩৯, ৯নং ওয়ার্ডে সাহিদুর রহমান সাবু ৩৮২, সংরক্ষিত মহিলা ১নং আসনে সেকেলা বেগম ২১০২, ২নং খালেদা জামান ২৪৬৫ ও ৩নং ওয়ার্ডে রাজিয়া সুলতানা বিউটি ২৫২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
Be the first to comment on "লোহাগড়া পৌর নির্বাচনের নৌকার জয়"