শিরোনাম

লোহাগড়া পৌর নির্বাচনের ভোট গ্রহন চলছে

লোহাগড়া পৌর নির্বাচনের ভোট গ্রহন চলছে

নিউজ ডেস্ক ॥ নড়াইলের লোহাগড়া পৌরসভা নির্বাচনে ভোট গ্রহন শুরু হয়েছে। সকাল ৮টায় পৌরসভার ১১ টি ভোটকেন্দ্রে একযোগে ভোট গ্রহন শুরু হয়। এ পৌরসভায় প্রথম বারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিচ্ছেন ভোটারা।

সকালে বিভিন্ন ভোট কেন্দ্রে ঘুরে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তবে ভোট কেন্দ্র গুলোতে পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি চোখে পড়ার মত। কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে ভোটাররা তাদের ভোট প্রয়োগ করছে।

নির্বাচনে মেয়র পদে প্রতিদ্ধন্ধিতা করছেন আওয়ামী লীগ মনোনিত নৌকা প্রতিকের প্রার্থী উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ুর রহমান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র জগ প্রতিকের আশরাফুল আলম ও বাংলাদেশ ওর্য়াকার্স পার্টি মনোনীত মঈনুল হাসান কাজল হাতুড়ি প্রতিক নিয়ে । এ ছাড়া কাউন্সিলর পদে ৪০ জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

২০০৩ সালে গঠিত গ শ্রেণীর এ পৌরসভায় বর্তমান ভোটার ২৩ হাজার ৭৩৭ জন। এর মধ্যে পুরুষ ১১ হাজার ৫৭৭ এবং মহিলা ভোটার ১২ হাজার ১৬০ জন।

উপজেলা সহকারী রির্টানিং অফিসার জসিম উদ্দিন বলেন, অবাধ,নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে। এ পৌরসভায় প্রথম বারের মতো ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট দিচ্ছেন ভোটারা ।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "লোহাগড়া পৌর নির্বাচনের ভোট গ্রহন চলছে"

Leave a comment

Your email address will not be published.


*