নিউজ ডেস্ক : শেরপুরের শ্রীবরদীতে নৌকা প্রতীকের তোরণ উঠাতে গিয়ে হযরত আলী (৩০) নামে এক ডেকোরেটর কর্মচারী নিহত হয়েছেন। ২২ মে রবিবার রাতে উপজেলার ভেলুয়া ইউনিয়নের ঝগড়ারচর বাজারে ওই ঘটনা ঘটে। নিহত হযরত আলী পার্শ্ববর্তী ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের কড়ইতলা কান্দাপাড়া এলাকার ইসমাইল হোসেনের ছেলে এবং তার এলাকার বেনুয়ারচর বাজারের এক ডেকোরেটরের কর্মচারী। সোমবার সকালে পরিবারের লোকজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তার মরদেহ গ্রহণ করেন এবং বিকেলে এলাকায় দাফন সম্পন্ন হয়।
জানা যায়, রবিবার রাত ৮টার দিকে কয়েকজনকে সঙ্গে নিয়ে হযরত আলী শ্রীবরদীর ঝগড়ারচর বাজারে ভেলুয়া ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিমের নৌকা প্রতীকের একটি তোরণ উঠাতে যায়। ওইসময় বাঁশ বেয়ে প্রায় ২০ ফুট উপরে উঠে নৌকার তোরণটি বসাতে গিয়ে হঠাৎ সে রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।
ভেলুয়া ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি খুবই দুর্ভাগ্যজনক। অন্যদিকে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস আলম বলেন, ঘটনাটি শুনেছি। পরিবারের সদস্যরা ময়মনসিংহ থেকে নিহতের লাশ সরাসরি তাদের ইসলামপুরের বাড়িতে দাফনের জন্য নিয়ে গেছে। এছাড়া কেউ অভিযোগ না দেওয়ায় কোন আইনগত ব্যবস্থা গ্রহণও সম্ভব হয়নি।
শেরপুরে নৌকার তোরণ উঠাতে গিয়ে ডেকোরেটর কর্মচারী নিহত

Be the first to comment on "শেরপুরে নৌকার তোরণ উঠাতে গিয়ে ডেকোরেটর কর্মচারী নিহত"