শিরোনাম

শেষ ঠিকানায় তনু : লাশ দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক: পুন:ময়নাতদন্তের পর কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর লাশ দাফন সম্পন্ন হয়েছে। বুধবার রাত সোয়া ৮টার দিকে জেলার মুরাদনগর উপজেলার মির্জাপুর কবরস্থানে লাশ দাফন করা হয়। লাশ দাফনের সময় হঠাৎ বৃষ্টি নামে। বৃষ্টির মাঝে অশ্রু সজল নয়নে শেষ ঠিকানায় স্বজনরা তনুকে রেখে আসে।

মুঠোফোনে তনুর চাচা আলাল হোসেন দাফনের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে সকালে তনুর লাশ পুন:ময়নাতদন্তের জন্য উত্তোলনের পর দুুপুরে আনা হয় কুমেক হাসপাতাল মর্গে। সেখানে কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডা.কামদা প্রসাদ সাহার নেতৃত্বে ৩ সদস্যের একটি মেডিকেল টিম তনুর লাশের ময়নাতদন্ত ও আলামত সংগ্রহ করে। মর্গ থেকে সন্ধ্যা ৬টার দিকে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

গত ২০ মার্চ রাতে তনুকে সেনানিবাস এলাকায় হত্যা করে দুর্বৃত্তরা। ২১ মার্চ সন্ধ্যায় তনুকে তাদের গ্রামের বাড়ি জেলার মুরাদনগর উপজেলার মির্জাপুর গ্রামে দাফন করা হয়।

কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জানান, পুন:ময়নাতদন্তে মামলার তদন্তে সহায়ক হবে এমন অনেক আলামত সংগ্রহ করা হয়েছে, এছাড়াও লাশ উত্তোলনের পর তৈরিকৃত সুরতহাল রিপোর্টে তনুর হাত-পাসহ শরীরের অন্যান্য স্থানে জখমের চিহৃ পাওয়া গেছে, যা আগে তৈরি সুরতহাল রিপোর্টে ছিল না।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "শেষ ঠিকানায় তনু : লাশ দাফন সম্পন্ন"

Leave a comment

Your email address will not be published.


*