নিউজ ডেস্ক : প্রথম দল হিসেবে কোপা আমেরিকার নক আউট পর্ব বা কোয়ার্টার ফাইনালে পা রাখলো কলম্বিয়া। আজ পাসাডেনার রোজ বোলে তারা ২-১ গোলে হারিয়েছে প্যারাগুয়েকে। ‘এ’ গ্রুপ থেকে তাদের এগিয়ে যাওয়ার দিনে যুক্তরাষ্ট্র ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে কোস্টারিকাকে। এই জয়ের ফলে মার্কিনিদেরও কোয়ার্টার ফাইনালে খেলার আশা বেঁচে থাকলো।
শুক্রবার স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-০ গোলে জিতেছিল কলম্বিয়া। ওই ম্যাচে কাঁধের ইনজুরিতে পড়েন কলম্বিয়ান সুপারস্টার হামেস রদ্রিগেজ। তারপরও প্যারাগুয়ের বিপক্ষে শুরু থেকেই মাঠে ছিলেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার। আর ১২ মিনিটে তার নেওয়া কর্নার কিকই ম্যাচের প্রথম গোলের উৎস। রদ্রিগেজের উড়িয়ে দেওয়া বল কার্লোস বাক্কাকে খুঁজে নেয়। বাক্কা লিড এনে দেন দলকে। এরপর ৩০ মিনিটে রদ্রিগেজের নিজেরই করা গোল ম্যাচের জয়সূচক হিসেবে প্রমাণিত।
কলম্বিয়ান গোলকিপার দাভিদ ওসপিনা দারুণ কয়েকটি সেভ করেছেন। তবে ৭১ মিনিটে ভিক্টর আয়ালার গোল ঠেকাতে পারেননি। প্যারাগুয়ে ম্যাচে ফিরলেও বাকি সময়ে আবার বিপদে পড়ে তারা। এবার তাদের অস্কার রোমেরো ৭৯ ও ৮১ মিনিটে হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। বাকি সময় ১০ জন নিয়ে খেলতে হয প্যারাগুয়েকে। তাদের হারিয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে কলম্বিয়া।
Be the first to comment on "সবার আগে কোপার কোয়ার্টার ফাইনালে কলম্বিয়া"