শিরোনাম

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে লোহাগড়ায় মানববন্ধন

নিউজ ডেস্ক ॥ পেশাগত দায়িত্ব পালন কালে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে দীর্ঘ সময় আটক রেখে হেনস্তা-নির্যাতন ও মামলায় তাকে আটকের প্রতিবাদ এবং মুক্তির দাবিতে লোহাগড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় লোাহাগড়া প্রেস ক্লাবের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে সাংবাদিক রূপক মুখার্জির পরিচালনায় মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া প্রেসক্লাবের সহ-সভাপতি বিপ্লব রহমান ও রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক বদরুল আলম টিটো, যুগ্ন সাধারন সম্পাদক শাহজাহান সাজু, কোষাধ্যক্ষ তানভীর আহম্মেদ রুবেল, দপ্তর সম্পাদক ওবায়দুর রহমান ও সদস্য সৈয়দ খায়রুল আলম। সাংবাদিকরা তাদের বক্তব্যে বলেন, রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি এবং স্বাস্থ্য মন্ত্রীসহ দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সরকারের প্রতি জোর দাবী জানান। ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে লোহাগড়ায় মানববন্ধন"

Leave a comment

Your email address will not be published.


*