শিরোনাম

সাংবাদিক সাদেক খান আর নেই

নিউজ ডেস্ক: প্রবীণ সাংবাদিক, কলামিস্ট ও শিল্প সমালোচক সাদেক খান আর নেই (ইন্না লিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর।

সোমবার (১৬ মে) দুপুরে রাজধানীর বারিধারার বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পারিবারিক সূত্র জানায়, দুপুরে হঠাৎ বাসায় অজ্ঞান হয়ে পড়েন ‍সাংবাদিক সাদেক খান। পরে তাকে গুলশানের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুকালে স্ত্রী,  দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন তিনি।

ষাটের দশকে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকারের দায়িত্ব পালন করা বিচারপতি আবদুল জব্বার খানের ছয় ছেলে-মেয়ের মধ্যে সাদেক খানই ছিলেন সবার বড়। তাদের গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলায়।

তরুণ বয়সে অভিনয়ের পাশাপাশি ‘নদী ও নারী’ নামে একটি সিনেমার নির্মাতাও তিনি।
সাদেক খানের ভাইবোনদের মধ্যে কবি আবু জাফর মুহাম্মদ ওবায়দুল্লাহ খান কৃষি মন্ত্রীর দায়িত্ব পালন করেন।

আরেক ভাই এনায়েতুল্লাহ খান ছিলেন সাপ্তাহিক হলিডে ও ইংরেজি দৈনিক নিউ এজ এর প্রতিষ্ঠাতা সম্পাদক। বিভিন্ন দেশে রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেন তিনি।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননও তার ছোটভাই, যিনি বর্তমান বেসরকারি বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী। বোন সেলিমা রহমান বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংস্কৃতি প্রতিমন্ত্রী।

ব্যবসায়ী শহীদুল্লাহ খান ত‍ার আরেক ভাই, যিনি ঢাকা ব্যাংকের একজন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

basic-bank

Be the first to comment on "সাংবাদিক সাদেক খান আর নেই"

Leave a comment

Your email address will not be published.


*