নিউজ ডেস্ক : পাকস্থলীতে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। মঙ্গলবার কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন এই অভিনেত্রী। হাসপাতাল সূত্রে জানা যায়, এখন তাঁর অবস্থা স্থিতিশীল। আজ তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।
৭ দিন ধরে পাকস্থলীতে সংক্রমণ নিয়ে ভুগছিলেন তনুশ্রী। তারইমধ্যে দুদিন আগে তাঁর পেটে ব্যথা ও বমি শুরু হয়। হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। শুরু হয় চিকিৎসা। হাসপাতাল সূত্রে খবর, এখন অভিনেত্রীর গায়ে বেশ জ্বর রয়েছে। দিনকয়েক আগে তনুশ্রী অভিনীত বিসর্জন ছবিটি মুক্তি পেয়েছে। সম্প্রতি শেষ করেছেন মাইকেল ছবির কাজ। উড়োচিঠি, বেডরুম, কলকাতায় কলম্বাসের মতো ছবিতে কাজ করেছেন এই অভিনেত্রী।
Be the first to comment on "হাসপাতাল থেকে আজ বাসায় ফিরবেন তনুশ্রী"