
নর্থ পোর্টিকো: আফগানিস্তানের রাষ্ট্রপতি হামিদ কারজাইকে বিদায় জানাচ্ছেন ওবামা আর ক্যাপ্রিশিয়া মার্শাল।

বাড়ির ভিতরেই রয়েছে টেনিস কোর্ট। শিশুদের সঙ্গে খেলছেন ওবামা।

এই বাগানের নাম কেনেডি গার্ডেন।

বাস্কেটবল ময়দান: বাচ্চাদের সঙ্গে খেলছেন ওবামা।

বাড়ির ভিতরকার সুইমিং পুল।

রোজ গারডেন: সিকইউরিটি অ্যাডভাইজার টম ডনিলনের সঙ্গে পরামর্শয় ওবামা।

ফ্যামিলি থিয়েটার: সিনেমা নয়, পরিবারের সদস্য ও কর্মচারীদের সঙ্গে থ্রি-ডি টেলিভিশন শো উপভোগ করছেন ওবামা।

একতলার ইস্ট কলোনাদ: বাড়ির পোষ্যের সঙ্গে খেলছেন ওবামা।

এই ঘরের নাম কুইনস বেডরুম।

লিঙ্কনস বেডরুম: প্রাক্তন রাষ্ট্রপতি আব্রাহাম লিঙ্কন এই ঘরে শুয়েই ঘুমাতেন।

রিটি রুম: মেয়ে মাল্লা ও সাশার সঙ্গে বসে ওয়ার্ল্ড কাপ সকার ম্যাচ দেখছেন ওবামা আর মিশেল।

ইয়েলো ওভাল রুম: আলাপচারিতায় মিশেল ও মনমোহন সিংহের স্ত্রী গুরশরণ কৌর।

গ্র্যান্ড স্টেয়ারকেস: রাজকীয় সোপানশ্রেণি বেয়ে নেমে যাচ্ছেন বারাক ও মিশেল।

গ্রীন রুম: একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে আয়নায় নিজেকে দেখে নিচ্ছেন ওবামা।

ব্লু রুম: সাধারণ মানুষের সঙ্গে মোলাকাৎ করছেন ওবামা।

রেড রুম: জি-এইট গোষ্ঠীর নেতাদের স্ত্রীরা পরিদর্শন করছেন এই ঘরটি।

ফ্যামিলি ডাইনিং রুম: কর্মচারী ও পরিবারের সদস্যদের নিয়ে খেতে বসেছেন ওবামা।

ন্নাঘর: ওবামা-পত্নী মিশেলের তত্ত্বাবধানে রান্না করছেন শেফরা।

লাইব্রেরি: প্লাস্টিকের গারবেজ ব্যাগ দিয়ে তৈরি এই কুকুরটির নাম বো।

এই ঘরের নাম ভারমেইল রুম।

এই ঘরের নাম চায়না রুম।

পশ্চিম প্রান্তের ডাইনিং রুম: ওবামা আর উপ-রাষ্ট্রপতি জো বিডেন লাঞ্চে বসছেন।

ওভাল অফিসের বাইরে স্পাইডারম্যানবেশী ৩ বছরের নিকোলাসের মুখোমুখি বারাক ওবামা।

একতলার পশ্চিম প্রান্তের ওভাল অফিস

বাইরে থেকে হোয়াইট হাউস: এই বাড়িতে রয়েছে ১৩২টি ঘর, ৩৫টি বাথরুম। বাড়িতে মোট ৪১২টি দরজা আর ১৪৭টি জানলা।
Be the first to comment on "হোয়াইট হাউজের অন্দরমহল"