নিজস্ব প্রতিবেদক: যাত্রীদের চাপ বাড়ায় ঢাকা-সৈয়দপুর রুটে ২৭ মার্চ (রোববার) একটির পরিবর্তে দুটি ফ্লাইট চালাবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। দুই মাস আগে উক্ত তারিখের টিকিট শেষ হয়ে যাওয়ায় একটি বাড়তি ফ্লাইট চালানোর সিদ্বান্ত নেয় বিমান।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেলা বিক্রয় অফিসের মহাব্যবস্থাপক আতিক রহমান চিশতি।
সোমবার রাতে আতিক রহমান চিশতি বলেন, অভ্যন্তরীণ রুটে বিমানে যাত্রী সংখ্যা দিন দিন বাড়ছে। যে কারণে অনেক রুটেই এখন বাড়তি ফ্লাইট দিয়ে আমরা যাত্রী সেবার মান বৃদ্ধির চেষ্টা করছি।
উল্লেখ্য, সৈয়দপুর-ঢাকা রুটে নিয়মিতভাবে চলাচল করছে বাংলাদেশ বিমানের একটি, ইউএস-বাংলা ও নভোএয়ারের দু’টি করে ফ্লাইট। ২৭ মার্চ এই রুটে বাংলাদেশ বিমানও দু’টি (সকালে ও বিকেলে) ফ্লাইট চালাবে। এই রুটে ইউনাইটেড এয়ারওয়েজ চলাচল করলেও আপাতত বন্ধ রয়েছে।
Be the first to comment on "২৭ মার্চ ঢাকা-সৈয়দপুর রুটে বিমানের দুটি ফ্লাইট"