শিরোনাম

৯ কোটি ৭০ লাখ ৮৫ হাজার সিম নিবন্ধিত

নিউজ ডেস্ক: বায়োমেট্রিক পদ্ধতিতে এখন পর্যন্ত ৯ কোটি ৭০ লাখ ৮৫ হাজার সিম নিবন্ধিত হয়েছে বলে জানিয়েছেন বিটিআরসি’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।

বুধবার বিকেলে বিটিআরসি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

বিটিআরসি’র চেয়ারম্যান বলেন, বায়োমেট্রিকের মূল উদ্দেশ্য হচ্ছে গ্রাহক পরিচয় নিশ্চিত করা। এ ক্ষেত্রে সবার সহায়তায় ইতোমধ্যে অধিকাংশ সিম নিবন্ধিত হয়েছে। আশা করছি, বাকি কয়েকদিনের মধ্যে বাকি সিমগুলো নিবন্ধিত হবে। যারা ৩১ মে এর মধ্যে নিবন্ধন করবেন না, ১ জুন থেকে তাদের সংযোগ বন্ধ করে দেয়া হবে।

তিনি বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের কথা মাথায় রেখে জারিকৃত ট্যারিফ এবং সার্ভিস নির্দেশনার সঙ্গে সঙ্গতি রেখে তাদের নিষ্ক্রিয় মোবাইল নম্বরটি ১৫ মাস পর্যন্ত সংরক্ষণ করা হবে। এ সময়ের মধ্যেও নম্বরটি উত্তোলন না করলে আরও তিন মাসের নোটিশ প্রদান সাপেক্ষে মোবাইল অপারেটর নম্বরটি যে কারো কাছে বিক্রি করতে পারবেন।

মোবাইল গ্রাহকদের অভিযোগ গ্রহণে একটি শর্টকোড চালু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এরই ধারাবাহিকতায় গ্রাহকরা কর্মদিবসগুলোতে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ২৮৭২ নম্বরে ডায়াল করে তাদের অভিযোগ জানাতে পারবেন।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিটিআরসি`র ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান, ব্রিগেডিয়ার জেনারেল মো. এমদাদ উল বারী প্রমুখ।

basic-bank

Be the first to comment on "৯ কোটি ৭০ লাখ ৮৫ হাজার সিম নিবন্ধিত"

Leave a comment

Your email address will not be published.


*