বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি ॥ করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে মানুষ যখন গৃহবন্দি,ঠিক তখনই যশোরের বাঘারপাড়ায় হতদরিদ্র মানুষকে খুঁজে বের করে খাদ্য সহায়তা প্রদান করছেন জেলা পরিষদ সদস্য ও সাবেক ছাত্রলীগ নেতা ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তিনি খাদ্যসামগ্রী নিয়ে ছুঁটে চলেছেন উপজেলার এ প্রান্ত থেকে ওপ্রান্তে। খাদ্য সহায়তা প্রদানের পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির তাগিদও দিচ্ছেন তিনি। বিপুল ফারাজীর এই সামাজিক কর্মকান্ডকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় রাজনীতিকরা। সম্প্রতি নিজস্ব অর্থায়নে তিনি দুই হাজার পরিবারকে খাদ্য সহায়তা প্রদানের লক্ষ্যে মাঠে নেমেছেন।
শনিবার (২৫এপ্রিল) জামদিয়া ও ধলগ্রাম ইউনিয়নের তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেন ইঞ্জিনিয়ার বিপুল ফারাজী। এদিন জামদিয়া ইউনিয়নের বাররা স্কুল মাঠ,ধলগ্রামরাস্তা মোড়,জামদিয়া স্কুল মাঠ,করিমপুর ও বাকড়ী সার্বজনীন মন্দির প্রাঙ্গনে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ধলগ্রাম ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজার,বীরপ্রতীক কলেজ,বীর প্রতীক স্কুল,দশপাখিয়া স্কুল মাঠ ও আগড়া বাজারে করোনা সংকটে থাকা দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জামদিয়া ইউনিয়ন পরিষদ সদস্য ও ওয়ার্ড আ’লীগ নেতা সাদ্দাম হোসেন টুলু, সাহেব আলী,আ’লীগ নেতা সাইফুল ইসলাম,বাশার আহমেদ,সাবেক যুবলীগ নেতা মাহবুর রহমান,ধলগ্রাম ইউনিয়নের ওয়ার্ড আ’লীগ নেতা জাহাঙ্গীর হোসেন, শেখর হালদার,ধলগ্রাম ইউনিয়ন পরিষদ সদস্য আল-মামুন পলাশ, টুকু মোল্যা, ছদর উদ্দিন ও শওকত আলী প্রমূখ।
একই দিন বিকেলে দরাজহাট ইউনিয়নের ছাতিয়ানতলা বাজারের হতদরিদ্র ২০ টি পরিবারকে খুঁজে বের করে খাদ্যসামগ্রী পৌঁছে দেন তিনি।
এদিকে বিপুল ফারাজীর এই সামাজিক কর্মকান্ড উপজেলাজুড়ে প্রশংসা পেয়েছে। এ ব্যাপারে উপজেলা আ’লীগের সাবেক এক নেতা বলেন‘ এ উপজেলায় বিত্তশালী অনেকেই রয়েছেন, তাদের মধ্যে ক’জনই বা এগিয়ে এসেছেন, বা মাঠে আছেন! বিপুল ফারাজী নিজস্ব তহবিল থেকে দুইহাজার দরিদ্র পরিবারকে খাদ্যসহায়তা দিচ্ছেন বাড়ি বাড়ি বাড়ি গিয়ে। এটা মনে রাখবেন বাঘারপাড়াবাসী’।
এর আগে রায়পুর,দরাজহাট,দোহাকুলা ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেন তিনি । খাদ্যসামগ্রীর পাশাপাশি নগদ টাকাও বিতরণ করা হয়।
বাঘারপাড়ায় বিপুল ফারাজীর খাদ্য সহায়তা
বাঘারপাড়ায় বিপুল ফারাজীর
খাদ্য সহায়তা
Be the first to comment on "বাঘারপাড়ায় বিপুল ফারাজীর খাদ্য সহায়তা"