নিউজ ডেস্ক : বাংলাদেশের দর্শকদের জন্য বিদেশি টেলিভিশন চ্যানেলে বিজ্ঞাপন বন্ধে আইনী নোটিশ দেওয়া হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া ডাকযোগে এ নোটিশ পাঠান।
তথ্যসচিব, বাণিজ্যসচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও বিটিআরসির চেয়ারম্যানসহ ৭ জনকে আগামী ২৪ ঘন্টার মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে জবাব না দেওয়া হলে উচ্চ আদালতে আদালতে আইনের আশ্রয় নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।
Be the first to comment on "বিদেশি চ্যানেলে দেশি বিজ্ঞাপন প্রচার বন্ধে লিগ্যাল নোটিশ"