শিরোনাম

হুইপ আতিক ও আওয়ামী লীগ প্রার্থীকে শোকজ

নিউজ ডেস্ক : শেরপুর জেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সদর আসনের সংসদ সদস্য ও সরকারদলীয় হুইপ আতিউর রহমান আতিক ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট চন্দন কুমার পালকে শোকজ করা হয়েছে।

রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ডা. এ এম পারভেজ রহিম গতকাল সোমবার সন্ধ্যায় এ শোকজ নোটিশ প্রদান করেন। এতে কেন তাদের বিরুদ্ধে জেলা পরিষদ নির্বাচনের আচরণ বিধিমালা অনুয়ায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে না- তা আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নোটিশের মাধ্যমে জানতে চাওয়া হয়েছে। সহকারী রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোখলেছুর রহমান আজ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন।

আওয়ামী লীগের দলীয় সমর্থন পাওয়ার পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল গত রবিবার দুপুরে ঢাকা থেকে শেরপুর আসার পথে দলের নেতাকর্মীরা অন্তত পাঁচ শতাধিক মোটরসাইকেল ও প্রাইভেট কারসহ অন্যান্য যানবাহন নিয়ে শোডাউন করে তাকে নিয়ে জেলা শহরে প্রবেশ করেন। শহরে প্রবেশের পথে পৃথক স্থানে তিনটি পথসভাও করা হয়। এ সময় শেরপুর ১ আসনের সংসদ সদস্য হুইপ আতিউর রহমান আতিক তার পতাকাবাহী গাড়ি নিয়ে অংশগ্রহণ করে বক্তব্য দেন।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "হুইপ আতিক ও আওয়ামী লীগ প্রার্থীকে শোকজ"

Leave a comment

Your email address will not be published.


*