শিরোনাম

‘অতীতের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো’

নিউজ ডেস্ক : অতীতের যে কোনো সময়ের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো বলে জানিয়েছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) এ কে এম শহীদুল হক। আজ শুক্রবার রাজধানীর ধলপুর মাঠে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগ আয়োজিত মাদক ও সন্ত্রাসবিরোধী কমিউনিটি পুলিশিং সমাবেশে তিনি এ কথা জানান।

আইজিপি বলেন, হলি আর্টিসান ও শোলাকিয়ার জঙ্গি হামলার পর আমরা দেশের নিরাপত্তা ব্যবস্থা ঘুরিয়ে দিয়েছি। চৌকস পুলিশ অফিসারদের নিয়ে বিশেষ টিম গঠন করে আমরা একের পর এক জঙ্গি আস্তানায় অভিযান চালিয়েছি। এই সব অভিযানে অনেক জঙ্গি নিহত এবং গ্রেপ্তার হয়েছে।

তিনি আরো বলেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় এখন দেশের আইন আইনশৃঙ্খলা অবস্থা ভালো। এটা শুধু আমরা বলছি না দেশের মানুষ এমনকি বিদেশিরাও বলছে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া, ঢাকা মহানগর (দক্ষিণ) আওয়ামী লীগের সভাপতি আবু হাসনাত, সাধারণ সম্পাদক শাহ আলম মুরাদ, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড. সানজিদা খানম ও ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা প্রমুখ।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "‘অতীতের তুলনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো’"

Leave a comment

Your email address will not be published.


*