নিউজ ডেস্ক ॥ আপরাধ দমনে প্রশাসনকে আরও আন্তরিক ও শক্ত হতে হবে। সকলে মিলে মাদকের বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে। ফেসবুকে মন্তব্য করলে কাজ হবে না। এতে ওই ফেসবুক ব্যবহারকারি বিপদে পড়বেন। মাদক সংক্রান্ত তথ্য সংগ্রহে প্রশাসনের পাশাপাশি জনগনকে এগিয়ে আসতে হবে। নড়াইল ও লোহাগড়ায় পৃথক দুটি হত্যাকান্ডের ব্যাপারে তিনি নিন্দা প্রকাশ করে বলেন, গুটি কয়েক লোক গ্রাম্য কোন্দলে মদদ জোগায়। এদেরকে শক্ত হাতে দমনে প্রশাসনকে আরও আন্তরিক ও শক্ত হওয়ার নির্দেশ দেন।
নড়াইলের লোহাগড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জম্মশতবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকাল ৪টায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও ওয়ানডে ক্রিকেটের সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এ কথা বলেন। লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার মুকুল কুমার মৈত্রের সভাপতিত্বে আয়োজিত সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা আ’লীগের সাধারন সম্পাদক নিজামউদ্দিন খান নিলু, সহ সভাপতি শিকদার আজাদ রহমান, সাংগঠনিক সম্পাদক মঞ্জুরুল করিম মুন, লোহাগড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, ভাইস চেয়ারম্যান বিএম কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, লোহাগড়া উপজেলা আ’লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক সৈয়দ মসিয়ুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক লে:কমান্ডার এএম আব্দুল্লাহ, লোহাগড়া পৌর আ’লীগের সভাপতি কাজী বনি আমিন, প্রমুখ।
প্রধান অতিথি মাশরাফি বিন মর্তুজা আরও বলেন, করোনা ভাইরাস বিষয়ে সকলকে সর্তক থাকতে হবে। করমর্দন থেকে সকলকে বিরত থাকার অনুরোধ জানান। স্বাস্থ্য বিভাগকে সেবা প্রদানে সচেষ্ট থাকতে হবে। তিনি দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, আমার পেছনে থাকতে হবে, চলতে হবে, এমন কোন কথা নেই, প্রত্যেকের নিজস্ব একটা কাজ থাকে। আপনাদের প্রয়োজনে আমি আপনার কাছে পৌছে যাবো। কাজ ফেলে আমার সাথে ঘুরলে সম্পর্ক খারাপ হতে পারে।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি লোহাগড়ায় পুর্ণবাসিত ২৪ জন ভিক্ষুকদের মাঝে নগদ টাকা, ওজন পরিমাপ যন্ত্র ও গবাদি পশু (ছাগল) বিতরণ করেন।
পরে তিনি জয়পুরস্থ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর জম্মশতবার্ষিকী উপলক্ষে কেক কাটেন। এর পর তিনি লোহাগড়া সরকারি আদর্শ কলেজের ৬তলা ভবনের ভিত্তি প্রস্তুর স্থাপন এবং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন ও ইতনা- কুমারডাঙ্গা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন। এ সময় বিপুল সংখ্যক দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Be the first to comment on "অপরাধ দমনে প্রশাসনকে শক্ত হতে হবে -মাশরাফি বিন মর্তুজা"