নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অনুমতি ব্যতীত মশার কয়েল আমদানি করে বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে এপিবিএন-৫ এর ভ্রাম্যমান আদালত। আদালত এ সময় প্রতিষ্ঠানটির মালিক মোঃ সোহেল পারভেজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এপিবিএন-৫ এর এএসপি সাইদুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত রাজধানীর মালিবাগে ফ্রেন্ডস ট্রেডিং ইন্টারন্যাশনাল নামক প্রতিষ্ঠানটিতে এ অভিযান চালানো হয়। এপিবিএন-৫ ও বিএসটিআই অভিযানে অংশ নেয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী ঢাকা জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট তৌহিদ এলাহি জানান, ওই প্রতিষ্ঠানটি কয়েলের গুণগত মান যাচাই ব্যতীত ও অনুমতি না নিয়ে বিএসটিআই’র লোগো ব্যবহার করে ক্রেতা সাধারণের সঙ্গে প্রতারণা করে আসছিল। এ অভিযোগে প্রতিষ্ঠানের মালিক মো. সোহেল পারভেজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরও জানান, প্রতিষ্ঠানটি থেকে ‘চায়না ড্রাগন’ নামক ৯৪৫ প্যাকেট মশার কয়েল জব্দ করে ধ্বংস করা হয়েছে। অভিযানের সময় উপস্থিত ছিলেন বিএসটিআইর ফিল্ড অফিসার রেবেকা সুলতানা, মাজহার হোসেন।

Be the first to comment on "অবৈধভাবে আমাদানি করে মশার কয়েল বিক্রি॥ প্রতিষ্ঠানকে জরিমানা"