নিউজ ডেস্ক : মৌসুমী ঘূর্ণিঝড় ‘ডেবি’র প্রভাবে অস্ট্রেলিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় কুইন্সল্যান্ডের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে। শনিবার (২৫ মার্চ) নাগাদ এটি ক্যাটাগরি ৪ ঝড়ে রুপান্তরিত হবে।
তবে রোববার (২৬ মার্চ) বা সোমবার (২৭ মার্চ) উপকূলে আঘাত হানার সময় এটি ক্যাটাগরি ৫ ঘূর্ণিঝড়ে রুপ নেবে। এরইমধ্যে ঝড়ের বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৩০ কিলোমিটার ছুঁয়েছে।
ঝড়ের বর্তমান ভূ-উপগ্রহ চিত্র বলছে, এটি টাউনসভিলে আঘাত হানবে। যেখানে প্রায় দুই লাখ মানুষের বসবাস। তবে এর গতিবেগ দেখে অনেকে বলছেন, নির্ধারিত সময়ের আগেই আঘাত হানতে পারে ‘ডেবি’।
ঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবেলায় বাসিন্দাদের সব ধরনের প্রস্তুতি নিয়ে রাখতে বলেছে কর্তৃপক্ষ।
Be the first to comment on "অস্ট্রেলিয়ায় ধেয়ে যাচ্ছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ডেবি’"