নিউজ ডেস্ক : বৃহস্পতিবার অ্যাসিড হামলায় আক্রান্ত চার নারীর সঙ্গে দেখা করলেন বলিউড কিং শাহরুখ খান। একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে শাহরুখ খানের সঙ্গে দেখা করার সুযোগ করে দেওয়া হয় অ্যাসিড হামলায় আক্রান্ত চার নারীকে। শাহরুখ খানের সঙ্গে দেখা করতে পেরে খুশি ওই চার জন নারী। টুইটারে চার জনের সঙ্গে দেখা করার কথা জানিয়েছেন কিং খান।
শাহরুখ খান তার নিজস্ব টুইটার একাউন্ট থেকে টুইট করে বলেন, ‘এখানে আসার জন্য রেশমা, স্বপ্না, মমতা এবং বাসন্তীকে জানাই ধন্যবাদ।’
এদিকে সেই সংস্থাটি টুইট করে ধন্যবাদ জানিয়েছে শাহরুখকে। তারা তাদের শাহরুখ খানের টুইটের জবাবে বলেন, ‘এই মেয়েদের অসাধারণ একটি দিন উপহার দেওয়ার জন্য শাহরুখকে অসংখ্য ধন্যবাদ।’ পাশাপাশি ওই চারজনের সঙ্গে শাহরুখের দেখা করার একটি ভিডিও পোস্ট করেছে তারা।
Be the first to comment on "অ্যাসিড আক্রান্ত চার নারীর সঙ্গে দেখা করলেন শাহরুখ"