নিউজ ডেস্ক : কাঁধের চোট নিয়ে বিরাট কোহালির ভোগান্তি ধর্মশালাতেই হয়তো শেষ হচ্ছে না। গড়াতে পারে আইপিএলের শুরুর দিকেও। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ফয়সালার মরণ-বাঁচন টেস্টে কোহালি নামতে পারেননি কাঁধের চোট সম্পূর্ণ সেরে না ওঠায়। আইপিএলের শুরুর দিকের কয়েকটি ম্যাচেও অনিশ্চিত হয়ে পড়তে পারেন কোহালি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর দশম আইপিএলে প্রথম নামছে ৫ এপ্রিল উদ্বোধনী ম্যাচেই। সেই ম্যাচের এখনও দিন দশেক বাকি। তবু প্রথম ম্যাচে আরসিবি জার্সি গায়ে কোহালি টস করতে যেতে পারবেন কি না, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। আরসিবি টিম সূত্রে খবর, প্রথম দিকের কয়েকটি ম্যাচে অধিনায়ককে ছাড়া নামতে হলেও হতে পারে।
ধর্মশালায় ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ চলার মধ্যেই দেশের আটটি শহরে আইপিএলের মাতামাতি শুরু হয়ে গিয়েছে। ইডেনে কলকাতা নাইট রাইডার্সের প্র্যাকটিস শুরু হয়ে গিয়েছে। বিদেশি খেলোয়াড়রা আসতে শুরু করে দিয়েছেন। ব্যাঙ্গালুরুতে আরসিবিও নেমে পড়েছে। তাদের বোলার্স ক্যাম্প হয়ে গেল তিন দিন ধরে। এ বি ডিভিলিয়ার্স, শেন ওয়াটসনরা এসে পড়বেন দুই তিন দিনের মধ্যে। তাদের ক্যাপ্টেন কবে যোগ দেবেন, সেটাই এখন দেখার।
Be the first to comment on "আইপিএলের শুরুর দিকে অনিশ্চিত কোহলি"