নিউজ ডেস্ক : ডাবলিনে নিউজিল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ দল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির র্যাংকিং-এ একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা দেশের তালিকায় একধাপ এগিয়ে এসেছে। গত রাতে আইসিসির ওয়েবসাইটে দেয়া সর্বশেষ র্যাংকিং এ শ্রীলংকা দলকে পেছনে ফেলে এখন ষষ্ঠ অবস্থানে উঠে এসেছে বাংলাদেশের লাল-সবুজ পতাকার ছবি। তালিকার শীর্ষে দক্ষিণ আফ্রিকা, দ্বিতীয় অস্ট্রেলিয়া, তৃতীয় ভারত। চতুর্থ অবস্থানে আছে নিউজিল্যান্ড এবং পঞ্চম অবস্থানে ইংল্যান্ড।
এদিকে, আইসিসির নতুন র্যাংকিং এ এই মুহূর্তে ক্রিকেটের তিনটি ফরম্যাটেই শীর্ষ অলরাউন্ডার হিসেবে উঠে এসেছেন বাংলাদেশের সাকিব আল হাসান। ৪৩১ পয়েন্ট নিয়ে টেস্ট ক্রিকেটে, ৩৬৩ পয়েন্ট নিয়ে ওয়ানডে আর ৩৫৩ পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টির সেরা অলরাউন্ডার সাকিব। ব্যাটিং এ সেরা অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথ এবং বোলিং এ ভারতের রবীন্দ্র জাদেজা। টি-টোয়েন্টিতে ব্যাটিং এ সেরা ভারতের ভিরাট কোহলি আর বোলিং এ সাউথ আফ্রিকার ইমরান তাহির। ওয়ানডে ক্রিকেটে ব্যাটিং ও বোলিং এ অবশ্য শীর্ষে থাকা দুজনই সাউথ আফ্রিকার। এছাড়া ব্যাটিং এ শীর্ষে এবিডি ভিলিয়ার্স আর বোলিং এ ইমরান তাহির।
Be the first to comment on "আইসিসি র্যাংকিং: এগুলো বাংলাদেশ, অলরাউন্ডার সাকিব"