শিরোনাম

আগামী জুনে মেট্রোরেল নির্মাণকাজের উদ্বোধন: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : আগামী জুন মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্টোরেলের নির্মাণ কাজের আনুষ্ঠানিক সূচনা করবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এমপি। শুক্রবার উত্তরা ৩য় পর্যায়ের দিয়াবাড়ি বাজার সংলগ্ন এলাকায় মেট্রোরেলের ডিপোর উন্নয়ন কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি।

মন্ত্রী বলেন ইতোমধ্যে প্রস্তুতিমূলক কাজ শেষে মেট্রোরেল রুট-৬ এর ডিপো উন্নয়নের কাজ শুরু হয়েছে। তিনি বলেন, মেট্টোরেলের ডিপো এলাকার ভূমি উন্নয়ন এবং প্রয়োজনীয় স্থাপনা নির্মাণে ব্যয় হবে ৫ শত ৬৭ কোটি টাকা। গত মার্চের শেষ সপ্তাহে ডিপো নির্মাণে আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে নির্বাচিত জাপানী প্রতিষ্ঠান টোকিও কনস্ট্রাকশন কোম্পানী লিমিটেড-এর সাথে চুক্তি সই করেছে প্রকল্প কর্তৃপক্ষ।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অর্থায়নকারি সংস্থা জাইকার সম্মতিতে বাস্তবায়নকাল এগিয়ে আনা হয়েছে। আশা করা হচ্ছে ২০১৯ সালে মেট্রোরেল রুট-৬ এর বাণিজ্যিক পরিচালনা শুরু সম্ভব হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদ্যমান এলাইনমেন্ট বা রুটটি অনুমোদিত। এটি পরিবর্তনের আর কোনো সুযোগ নেই। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরী ভবন, টিএসসি, জাতীয় যাদুঘরসহ গুরুত্বপূর্ণ স্থাপনার পাশ দিয়ে রুট নির্মাণে সর্বাধুনিক প্রযুক্তির শব্দ নিরোধক যন্ত্র স্থাপন করা হবে।

উল্লেখ্য মেট্রোরেল-৬ প্রকল্পটি জাপানের সহযোগিতা সংস্থা জাইকার অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। প্রায় ২২ হাজার কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পে জাইকা দিচ্ছে প্রায় সাড়ে ১৬ হাজার কোটি টাকা। উত্তরা হতে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত মেট্রোরেল-৬ রুটে স্টেশন থাকবে ১৬টি। নির্মাণ শেষ হলে এ রুটে প্রতি ঘন্টায় উভয় দিকে প্রায় ৬০ হাজার যাত্রী পরিবহনের সক্ষমতা থাকবে।

পরিদর্শনকালে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এমএএন ছিদ্দিক, ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহি পরিচালক কায়কোবাদ হোসেন, মেট্রোরেল প্রকল্পের পরিচালক মোফাজ্জেল হোসেনসহ প্রকল্পের পরামর্শক, নির্মাণ ঠিকাদার প্রতিষ্ঠানের প্রকৌশলীসহ প্রকল্পের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

basic-bank

Be the first to comment on "আগামী জুনে মেট্রোরেল নির্মাণকাজের উদ্বোধন: সেতুমন্ত্রী"

Leave a comment

Your email address will not be published.


*