নিউজ ডেস্ক : রবিবার শেষ হয়ে যাচ্ছে টেস্ট সিরিজ। এরপর আগামী ২৫ মার্চ থেকে শুরু হবে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ। অনেকদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামবেন মাশরাফি বিন মুর্তজা। সেই নিউজিল্যান্ড সফরের পর আর কোনো স্বল্পদৈর্ঘ্যের ক্রিকেট খেলেনি বাংলাদেশ। সেই সিরিজের উদ্দেশ্যে মাশরাফির নেতৃত্বে শুভাগত হোম চৌধুরী, নুরুল হাসান ও সানজামুল ইসলাম স্কোয়াডে যোগ দিতে আজ দুপুরে শ্রীলঙ্কার উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন।
আগেই শ্রীলঙ্কার বিপক্ষে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। টেস্ট ম্যাচ খেলতে ১৬ সদস্যের দলের ১২ জনই আছেন শ্রীলঙ্কায়। ২৫ মার্চ প্রথম ওয়ানডের পর ২৮ মার্চ দ্বিতীয় এবং ১ এপ্রলি শেষ ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ ওয়ানডে দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, সাব্বির রহমান রুম্মন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মাশরাফি বিন মর্তুজা, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশীস রায়, সানজামুল ইসলাম, শুভাগত হোম চৌধুরী ও নুরুল হাসান সোহান।
Be the first to comment on "আজ শ্রীলঙ্কা যাচ্ছে মাশরাফি বাহিনী"