নিউজ ডেস্ক : সিলেটের দক্ষিণ সুরমার শিববাড়ি এলাকার আতিয়া মহলের নিচতলায় ‘জঙ্গি আস্তানা’র আশপাশে চার কিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আর চারদিকের প্রায় এক কিলোমিটার এলাকার সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
রবিবার সকাল ৭টার দিকে এই ধারা জারি করা হয় বলে জানিয়েছেন সিলেটের গোয়ালাবাজার থানার ওসি খাইরুল ফজল। তিনি জানান, সকাল ৭টার দিকে আতিয়া মহলের আশপাশে চার কিলোমিটার এলাকাজুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ওই এলাকার মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বাহন ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করতে পারবে না। এ ছাড়া একসঙ্গে তিনজনের বেশি লোকজন চলাচল করা যাবে না।
এদিকে ১৪৪ ধারা জারি করার পর বেশ ভোগান্তিতে পড়েছেন সিলেট সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। আতিয়া মহলের চারদিকে প্রায় এক কিলোমিটার এলাকার সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সিলেট নগরের হুমায়ূন রশিদ চত্বর থেকে এই সড়কটি শুরু হয়েছে।
হুমায়ূন রশীদ চত্বর ও লালমাটিয়া এলাকায় ব্যারিকেড দিয়ে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের বন্ধ করে দেওয়া অংশে কয়েকটি শাখা সড়ক আছে। এই শাখা সড়কগুলোর মুখও বন্ধ করে দেওয়া হয়েছে।
মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার জেদান আল মুসা বলেন, গত শনিবার সন্ধ্যায় সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দুটি স্থানে পৃথক বোমা হামলা হয়। এই ঘটনার পর থেকে সড়কটিতে যান চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়।
আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযান ঘিরে গতকাল সন্ধ্যা পর্যন্ত শিববাড়ি এলাকায় কৌতূহলী মানুষের ব্যাপক ভিড় ছিল। কিন্তু গতকাল সন্ধ্যায় বোমা হামলার পর এলাকার পরিস্থিতি বদলে যায়। আজ সকালে শিববাড়ি এলাকায় তেমন লোকজন দেখা যায়নি।
Be the first to comment on "আতিয়া মহলের চারদিকে ১৪৪ ধারা জারি, যান চলাচল বন্ধ"