শিরোনাম

আতিয়া মহলে চলছে চূড়ান্ত অভিযান

নিউজ ডেস্ক : সিলেটের শিববাড়ি এলাকার জঙ্গি আস্তানা আতিয়া মহলে চুড়ান্ত অভিযানে নেমেছেন সেনাবাহিনীর প্যারা কমান্ডো সদস্যরা। টানা বিস্ফোরণ আর গুলির মধ্য দিয়ে চলছে ‘অপারেশন টোয়ালাইট’।
আজ সোমবারের (২৭ মার্চ) এই অভিযানকেই চূড়ান্ত অভিযান বলছে সেনাসূত্র। সম্ভব হলে আজই অভিযান সমাপ্তির ঘোষণা দিতে চায় কর্তৃপক্ষ। সেনা সূত্রগুলোও সোমবারের অভিযানকে চূড়ান্ত অভিযান হিসেবে আখ্যায়িত করেছে অনানুষ্ঠানিক ভাবে।
দায়িত্বরত কর্মকর্তারা জানাচ্ছেন, নব্য জেএমবির নেতা মুসা ছাড়াও সংগঠনের নতুন নেতৃত্ব থাকতে পারে আতিয়া মহলে। তবে যারাই থাকুক না কেন, তারা সবাই উচ্চ প্রশিক্ষিত ও বোমা ছোড়ায় বিশেষ দক্ষ।
এদিকে আতিয়া মহল ঘিরে চার বর্গ কিলোমিটার এলাকায় জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা সোমবার সকাল থেকে আরো কঠোর করা হয়েছে।
পাশাপাশি নিষেধাজ্ঞা জারি করা হয়েছে মিডিয়াকর্মীদের প্রবেশের উপরও। দুর্বল করা হয়েছে মোবাইল নেটওয়ার্ক। সংলগ্ন সড়কগুলোতে স্থাপিত চেকপোস্টে পুলিশের সতর্ক নজরদারির সঙ্গে রয়েছে সেনা টহল।
চেকপোস্টের কাছে কাউকে ভিড়তে দিচ্ছে না পুলিশ। হ্যান্ড মাইকের মাধ্যমে গণমাধ্যম কর্মীদের জানানো হচ্ছে, বিকেল ৫টার আগে মিডিয়াকে সংশ্লিষ্ট এলাকায় প্রবেশ করতে দেওয়া হবে না।
এদিকে শিববাড়ি পয়েন্টে রাখা সেনা যানের সারিতে যুক্ত হচ্ছে নতুন নতুন সামরিক যান। সেখানে আগে থেকেই রাখা আছে এপিসি, অ্যাম্বুলেন্স ও ফায়ার ব্রিগেডের গাড়ি।
এদিকে সাম্প্রতিক ঘটনাবলীতে উৎকণ্ঠায় ভুগছেন শিববাড়ি, জৈনপুর, তালুকদার পাড়া, কৈত্তপাড়া, মাঝের হাট, পাঠানপাড়া, পশ্চিমপাড়া, বন্দর ঘাট এলাকার বাসিন্দারা। সবার চোখে মুখেই আতঙ্ক। আজকের অভিযান সম্পর্কে বিকেল ৫টায় সেনাবাহিনীর তরফে ব্রিফিং হতে পারে বলে জানা গেছে অসমর্থিত সূত্রে।
উল্লেখ্য, জঙ্গি আস্তানা আতিয়া মহল থেকে রবিবার রাতে থেমে থেমে প্রায় সারা রাতই পাওয়া যায় গুলি ও বিস্ফোরণের আওয়াজ। মাঝে কিছুটা বিরতি দিয়ে সোমবার সকাল সাড়ে সাতটা থেকে শুরু হওয়া গুলি ও বিস্ফোরণের শব্দ শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও শোনা যাচ্ছে।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "আতিয়া মহলে চলছে চূড়ান্ত অভিযান"

Leave a comment

Your email address will not be published.


*