নিউজ ডেস্ক : ক্রিকেটের আধুনিক এবং বহুল সমালোচিত সংস্করণ টি-টোয়েন্টি মানেই হলো বোলারদের পেষণ মঞ্চ। চার-ছক্কার সমাহার। সেই টি-টোয়েন্টিতে কোনো বোলার যদি অভিষেকেই এমন কীর্তি গড়ে তবে সেটা নিশ্চয়ই আলোচিত ঘটনা। সেটা আবার ফ্রিল্যান্সার টি-টোয়েন্টি স্পেশালিস্টদের উর্বর ভূমি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে! এমন কীর্তিই গড়লেন পাকিস্তানের ১৮ বছর বয়সী অভিষিক্ত স্পিনার শাদাব খান। তার এই রেকর্ড গড়া বোলিং কীর্তিতে ৪ ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ৬ উইকেটের জয় পেল সফরকারী পাকিস্তান।
ব্রিজটাউনের কেনসিংটন ওভালে শাদাবের বোলিং ফিগার ছিল ৪-০-৭-৩! আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমন কিপ্টে বোলিংয়ের রেকর্ড আর নেই। কামরান আকমল পোলার্ডের ক্যাচটা না ছাড়লে হয়তো আরও একটি উইকেট পেতেন তিনি। উইকেট ৩টি পেয়েছেন আবার নিজের প্রথম ৮ বলেই! তার বোলিং তোপে ৪৯ রানেই ৬ উইকেট হারানোর পর মাত্র ১১১ রানে অলআউট হয় ১ বছর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা প্রতাপশালী দল ওয়েস্ট ইন্ডিজ। সর্বোচ্চ রান করেন কার্লোস ব্রাফেট ৩৪ আর ওয়ালটনের ১৮!
এই টার্গেটে পৌঁছতে ৪টি উইকেটের বেশি হারাতে হয়নি পাকিস্তানকে। তবে নাটক একেবারে কম হয়নি। ২৫ রানের উদ্বোধনী জুটির পর ৪৯ রানে নেই ৩ উইকেট! এরপর অবশ্য হাল দরেন বাবর আজম আর শোয়েব মালিক। বাবর ২৯ রান করে দলীয় ৯৫ রানে প্যাভিলিয়নে ফিরেন। আর সর্বোচ্চ ৩৮ রান করা শোয়েব মালিক দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ম্যাজিক বোলিংয়ে ম্যাচসেরার পুরস্কার উঠে শাদাবের হাতে।
Be the first to comment on "আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৭ রানে ৩ উইকেট!"