শিরোনাম

আন্দোলনের নামে অরাজকতা বরদাশত হবে না: আইজিপি

আন্দোলনের নামে অরাজকতা বরদাশত হবে না: আইজিপি

নিউজ ডেস্ক॥ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বলেছেন, আন্দোলনের নামে কোনো ধরনের হুমকি, দেশকে অস্থিতিশীল করা ও কোনো ধরনের অরাজকতা-নাশকতাকে বরদাশত করা হবে না। আজ দুপুরে রাজধানীর মিরপুর-১৪ নম্বরে পুলিশ স্টাফ কলেজের কনভেনশন সেন্টারে আয়োজিত ‘মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে’ প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আইজিপি বলেন, ‘সামনে নির্বাচন আসছে। নির্বাচন সামনে রেখে কেউ অরাজকতা কিংবা নাশকতার মতো অপচেষ্টা করলে তা প্রতিরোধ করবে পুলিশ। আন্দোলনের হুমকি মোকাবেলায় ও নির্বাচনকে কেন্দ্র করে পুলিশ যথাযথভাবে প্রস্তুতি নিচ্ছে। দেশের স্থিতিশীল পরিবেশ রক্ষায় পুলিশ যথেষ্ট সক্ষম রয়েছে। যে কোনো ধরনের নাশকতা, জ্বালাও-পোড়াও দমন করতে পুলিশ প্রস্তুত রয়েছে। কেউ শান্ত পরিবেশকে অশান্ত করতে চাইলে তা করতে দেয়া হবে না।
দলীয় নেতাকর্মীদের গণগ্রেপ্তার করা হচ্ছে বিএনপির এমন বক্তব্য সম্পর্কে জানতে চাইলে আইজিপি বলেন, ‘নির্বাচনের সঙ্গে গ্রেপ্তারের কোনো সম্পর্ক নেই। আমরা গ্রেপ্তারের সময় কোনো দলের নেতাকর্মী তা বিবেচনায় নেই না। যাদের বিরুদ্ধে মামলা আছে, ওয়ারেন্ট আছে এবং যারা অপরাধী কেবল তাদেরকেই আমরা গ্রেপ্তার করে থাকি।
সম্প্রতি টিআইবি’র জরিপে ওঠে আসা আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার দুর্নীতর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, টিআইবির গবেষণা প্রতিবেদনটি পত্রিকায় দেখেছি। ওই গবেষণা রিপোর্টটি পর্যালোচনা করতে একটি কমিটি গঠন করা হয়েছে। টিআইবি কিভাবে এবং কাদের জিজ্ঞাসাবাদ করে কোন ধরনের উত্তরের ভিত্তিতে গবেষণা প্রতিবেদনটি করেছেন তা কমিটির প্রতিবেদন পেলে মন্তব্য করা যাবে।
এর আগে অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মো. মহসিন হোসেনের সভাপতিত্বে পুলিশ কল্যাণ ট্রাস্ট আয়োজিত এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় ভাল ফলাফলের জন্য পুলিশ পরিবারের ৩৬১ জন কৃতি সন্তানকে বৃত্তি প্রদান করেন আইজিপি।

Print Friendly, PDF & Email
basic-bank

Be the first to comment on "আন্দোলনের নামে অরাজকতা বরদাশত হবে না: আইজিপি"

Leave a comment

Your email address will not be published.


*